কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন, তারপর হঠাৎ বিস্ফোরণে আহত
শ্যামপুরের কর্মস্থল থেকে সাভার পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন সাভারের বাসিন্দা আবুল কালাম। গুলিস্তানের একটু আগে এসে হঠাৎ বিস্ফোরণ হলে বাসের ওপর পড়ে বিভিন্ন ধরণের টুকরো। আহত হয়ে মঙ্গলবার (৭ মার্চ) ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে এসে এভাবেই ভয়াবহ অভিজ্ঞতার বিবরণ দিচ্ছিলেন কারখানা শ্রমিক আবুল কালাম।
আবুল কালাম প্রাথমিক চিকিৎসা নিয়ে পরিবারের সাথে কথা বলার সময় বারবার বলছিলেন জীবিত ফিরে আসার কথা।
তিনি বলেন, 'কি যে বিকট শব্দ। হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলি। কিছুই মনে করতে পারছি না, তারপর কি হয়েছে'।
মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে পুরান ঢাকার আলুবাজার এলাকায় একটি পাঁচতলা ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ১৪ জন নিহত ও ১২০ জন আহত হয়েছেন বলে এপর্যন্ত জানা গেছে।
এরপর হতাহতদের দ্রুত হাসপাতালে আনা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণ হওয়া ভবনের নিচতলায় সেনেটারি দোকান এবং বাকি ৪ তলায় ব্র্যাক ব্যাংকের অফিস ছিল।