ধ্বংসস্তূপের নিচে এখনও কিছু লোক আটকা পড়ে থাকতে পারে: ফায়ার সার্ভিস
রাজধানীর গুলিস্তান এলাকায় ধসে পড়া পাঁচতলা ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
মঙ্গলবার (৭ মার্চ) রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকার একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ; আহত হয়েছেন শতাধিক। ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে থাকাদের উদ্ধারে আজ দ্বিতীয় দিনের মতো অভিযান চলছে।
ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল তাজুল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, "ভবনের বেসমেন্টের ভিতরের পানির ট্যাঙ্ক বিস্ফোরিত হয়ে থাকতে পারে। বিস্ফোরণে আঘাতপ্রাপ্ত কয়েকজন ওই ট্যাঙ্কের মধ্যেও আটকা পড়ে থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।"
এদিকে, পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীদের জন্য পথ তৈরি করতে তারা ভবনের ক্ষতিগ্রস্ত পিলারপগুলো কাটতে পারছে না, কারণ এতে ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ ঘোষিত ভবনটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।