গুলিস্তানে বিস্ফোরণ: এ পর্যন্ত চারজন নিখোঁজের তথ্য জানাল ঢাকা জেলা প্রশাসন
গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত চারজন নিখোঁজ থাকার তথ্য রয়েছে ঢাকা জেলা প্রশাসনের কাছে।
আজ বুধবার (৮ মার্চ) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ঢাকা জেলা প্রশাসনের স্থাপন করা সহায়তা কেন্দ্র ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
নিখোঁজ ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. মেহেদী হাসান স্বপন; তার বাবা গোলাম রাব্বানী। এছাড়া আছেন পথচারী ইমতিয়াজ মো. ভূঁইয়া সেলিম; তার বাসা মনিপুরীপাড়া।
আরেক নিখোঁজ হলেন মো. রবিন হোসেন; তার গ্রামের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাটে। তিনি স্যানিটারি দোকানে কাজ করতেন। চতুর্থ নিখোঁজ হলেন আব্দুল মালেক, তার বাবা মো. রতন মিয়া। নেত্রকোনার কলমাকান্দার মুন্সিপুর গ্রামের বাসিন্দা তিনি।
মঙ্গলবার (৭ মার্চ) যে ভবনে বিকাল ৪টা ৫০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে তার নিচতলায় ছিল সুমনের স্যানেটারিওয়্যারের দোকান।
মমিনুদ্দিনের চাচা শ্বশুর আনোয়ার হোসেন রনি টিবিএসকে বলেন, বিস্ফোরণের দুই মিনিট আগেও সেখানে অনেকে তাকে দেখেছে। তার মোবাইল, মানিব্যাগও উদ্ধার হয়েছে, কিন্তু তার খোঁজ পাওয়া যাচ্ছে না।