গুলিস্তানে বিস্ফোরণ: আরও দুজনের লাশ উদ্ধার, নিহতের সংখ্যা বেড়ে ১৯
রাজধানীর গুলিস্তান এলাকায় বিস্ফোরণে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকর্মীরা আরও দুজনের লাশ উদ্ধার করেছেন। এর মধ্য দিয়ে এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে।
বুধবার বিকেলে মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
স্বজনরা দোকানমালিক মমিন উদ্দিন সুমন ও দোকানের কর্মচারী মো. রবিন হোসেনের লাশ শনাক্ত করেছেন।
জরুরি কর্মী ও উদ্ধারকারী দল আজ সকালে পাঁচতলা ভবনে দ্বিতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও আজকের উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন।
এদিকে বিস্ফোরণের উৎস সম্পর্কে কর্তৃপক্ষ এখনও কিছু জানতে পারেনি।
পুলিশ জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত মোট ১৭ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মোহাম্মদ সিয়াম (২০) মারা যান।
মঙ্গলবার মধ্যরাতের আগে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে বেজমেন্টে যাওয়া সম্ভব হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে বিস্ফোরণের কারণ তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ কমিটি আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। ঘটনার অধিকতর তদন্তের জন্য রাজধানী উন্নয়ন কর্পোরেশন (রাজউক), সিটি করপোরেশন, তিতাস, ওয়াসা এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তান এলাকার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ভয়াবহ এ দুর্ঘটনায় গতকালই ১৮ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়। ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত চারজনের নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে।