উত্তরা-আগারগাঁও রুটে আরো ২টি মেট্রো স্টেশন চালু
উত্তরা-আগারগাঁও রুটের মিরপুর-১১ ও কাজীপাড়ায় আরও দুটি মেট্রোরেল স্টেশন আজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে এ স্টেশন দুটির কার্যক্রম শুরু হয়।
মেট্রোরেলের ষষ্ঠ ও সপ্তম স্টেশন এগুলো।
এদিকে, মার্চের শেষ নাগাদ উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ার স্টেশনগুলো খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
মেট্রোগুলো এখন থেকে উত্তরা-উত্তর, উত্তরা সেন্টার, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া ও আগারগাঁওয়ে থামবে।
বর্তমানে মঙ্গলবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মেট্রো ট্রেন চলছে।
দেশের প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও রুটটি গত বছরের ২৯ ডিসেম্বর জনসাধারণের জন্য চালু করা হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্যমতে, মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল শুরু হতে পারে ২০২৪ সালের শেষের দিকে এবং কমলাপুর পর্যন্ত চলাচল শুরু হতে পারে ২০২৫ সালের মধ্যে।
২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে আগারগাঁও থেকে কমলাপুর রুটে ২৪টি মেট্রো চলবে বলে জানায় তারা।