গুলিস্তান বিস্ফোরণে উদ্ধার তৎপরতার জন্য র্যাবের সম্মাননা পেল ‘চিতা’
রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের পর উদ্ধার অভিযানে অংশ নিয়ে তিনটি মরদেহ উদ্ধারে সহযোগিতা করায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সোমবার (২০ মার্চ) নিজেদের ডগ স্কোয়াডের একটি কুকুরকে সম্মাননা জানিয়েছে।
অভিযানের সময় 'চিতা' নামক ওই কুকুরটির নিয়ন্ত্রক ছিলেন র্যাব সদস্য সজীব মিয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিতা ওই তিনজনের মরদেহ চিহ্নিত ও উদ্ধার করতে সহায়তা করেছে।
কুকুরটিকে র্যাব মহাপরিচালক পদকে ভূষিত করেছে কর্তৃপক্ষ। দেশের ইতিহানে এ প্রথমবারের মতো র্যাবের ডগ স্কোয়াডের কোনো কুকুর এ পুরষ্কার পেল।
১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ র্যাবের মোট ৮৫ জন সদস্য মহাপরিচালক পদক পেয়েছেন।
গত ৭ মার্চ গুলিস্তানের সিদ্দিক বাজারের একটি পাঁচতলা ভবনের ওই বিস্ফোরণে মোট ২৪ জন প্রাণ হারান।
উদ্ধার অভিযানে অন্যান্য জরুরি কাজে নিয়োজিত বাহিনীর পাশাপাশি র্যাব-এর ডগ স্কোয়াডও অংশ নেয়।
জানা গেছে, ভবন সহসা ধসে পড়ার আশঙ্কায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে না পারায় কুকুরগুলোকে দিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারের কাজ করা হয়।