রাজধানীতে বাস-ট্রেন সংঘর্ষে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন
রাজধানীর খিলগাঁও এলাকায় বাস ও ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলীয় জেলাগুলোর রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বুধবার (২২ মার্চ) রাত নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার রাসেল ফারুক।'
'কাউন্টার থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস আবুল হোটেল ক্রসিংয়ের সামনে ইউ-টার্ন নিচ্ছিল। একই সময় ট্রেনটিও ক্রসিং পার হচ্ছিল,' জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও জোনের সহকারি কমিশনার আরিফ সরকার।
ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনায় কেউ নিহত হননি, তবে কয়েকজন আহত হয়েছেন।
সোহাগ পরিবহনের মালিক ফারুক তালুকদার জানান, রেল ক্রসিংটি খোলা ছিল। 'বাসটি নিরাপদে প্রায় ক্রসিং অতিক্রম করে ফেলেছিল। কিন্তু পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়।'
তিনি আরও জানান, দুর্ঘটনার আগমুহূর্তে ট্রেনটি গতি কমানোর চেষ্টা করেছিল।