জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন
এমআরটি-৬ এর প্রথম ধাপের অধীনে শেওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশন আজ উদ্বোধন করা হয়েছে।
এদিকে, ৫ এপ্রিল থেকে চার ঘণ্টার পরিবর্তে ছয় ঘণ্টা চলবে মেট্রোরেল।
শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টা থেকে স্টেশনগুলো জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সকাল সাড়ে ৮টা থেকে স্টেশনে মেট্রো থামতে শুরু করে।
তবে, আজ ছুটির দিন হওয়ায় শেওড়াপাড়াতে মানুষের ভিড় ছিল যথেষ্ট কম। বেশিরভাগই এসেছিলেন মেট্রোর অভিজ্ঞতা নিতে।
এ দুটি স্টেশন চালু হওয়ায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ২১.৬ কিলোমিটার রুটের নয়টি স্টেশনই চালু হলো।
বর্তমানে সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মেট্রোরেল চললেও, নতুন সময়সূচী অনুযায়ী মেট্রো চলবে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীতে তার কার্যালয়ের এক অনুষ্ঠানে বলেন, "আগারগাঁও থেকে মতিঝিল অংশের প্রায় ৯২%-৯৫% কাজ শেষ হয়েছে। বাকি কাজ জুলাইয়ের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।"
"আমরা জুলাইয়ের পরে এই অংশের পারফরম্যান্স টেস্ট করব এবং ডিসেম্বরে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল শুরু হবে," তিনি যোগ করেন।
গত ২৮ ডিসেম্বর দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লাখ ৭৭ হাজার যাত্রী চলাচল করেছে দ্রুতগতির এ যানে, কর্তৃপক্ষের আয় হয়েছে প্রায় ৬ কোটি ২০ লাখ টাকা।
এমএএন সিদ্দিক জানান, মেট্রোরেল চালুর পর এখন পর্যন্ত এর পরিষেবা খাতে খরচ হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।
তিনি বলেন, "খরচের সিংহভাগ চলে গেছে বিদ্যুতের বিলে, আর বাকিটা গেছে কর্মীদের বেতন ও সম্মানীতে।"