রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
রাজধানীর লালবাগ এলাকায় কাভার্ডভ্যানের চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সানজিদা আক্তার তামান্না (২৭) বিশ্ববিদ্যলয়ের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শুক্রবার রাত ১০টার দিকে লালবাগের বেড়িবাঁধ এলাকায় শামীম গার্মেন্টসের সামনে দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন লালবাগ এলাকার ডেপুটি কমিশনার মোঃ জাফর হোসেন।
নিহত সানজিদা ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে (রাইড শেয়ারিং) বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়লে ওই কাভার্ডভ্যানের চাকায়ই পিষ্ট হন শিক্ষার্থী।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে রাতের দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চালককে আটক করে কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ।