ঈদযাত্রা সহনীয় করতে সরকারি ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির
আসন্ন ঈদ-উল-ফিতরের যাত্রা সহনীয় করতে সরকারি ছুটি একদিন বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সঙ্গে পথে পথে যাত্রী হয়রানি ও ভাড়া নিয়ে নৈরাজ্য কমাতে সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
রোববার (২ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজ্জামেল হক চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।
ঈদযাত্রা নিয়ে যাত্রী কল্যাণ সমিতির স্টাডি তুলে ধরে মোজাম্মেল হক বলেন, "এবারের ঈদে ঢাকা থেকে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে বলে ধারণা করা হচ্ছে। ১৯ এপ্রিল থেকে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ লাখ হারে মানুষ রাজধানী ছাড়তে পারে। এছাড়া, এক জেলা থেকে অন্য জেলায় আরও প্রায় ৫ কোটি মানুষ ঈদে বাড়ি যেতে পারে।"
তিনি উল্লেখ করেন, গণপরিবহণে সড়কপথে ৬ থেকে ১০ লাখ, নৌপথে ৮ থেকে ১০ লাখ, রেলপথে দেড় লাখ যাত্রী যাতায়াত করতে পারে।
"কিন্তু ২০ এপ্রিল অফিস খোলা থাকায় এই ৫০ লাখ যাত্রীর একটি বড় অংশ আটকে যাচ্ছে। এ কারণে ২০ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করা হলে যাত্রীর চাপ কিছুটা কমতে পারে। নয়তো ২১ এপ্রিল সড়ক-রেল-নৌ পথের পরিস্থিতি খারাপ হতে পারে," যোগ করেন তিনি।
ঈদযাত্রায় যানজটের আশঙ্কার কথা জানিয়ে সংগঠনটি বলেছে, যানজট ও নানা অব্যবস্থাপনার কারণে গণপরিবহনে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা না গেলে এবারের ঈদযাত্রায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের প্রবেশদ্বারগুলোতে যানজট নিয়ন্ত্রণে রাস্তার মোড় পরিষ্কার রাখা এবং ছোট যানবাহন বিশেষ করে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইকের চলাচল যেন প্রধান সড়কে বন্ধ থাকে, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।