হজযাত্রীদের বিমানভাড়া কমাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় হাব
হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) বলেছে, বিমানভাড়া হ্রাস করা হলে হজ প্যাকেজ নিয়ে অসন্তষ্টি কমবে।
আজ রোববার (২ এপ্রিল) এভিয়েশন বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বতন্ত্র টেকনিক্যাল কমিটি গঠনের মাধ্যমে হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজ পুনর্নির্ধারণের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন।
এদিন রাজধানীর একটি হোটেলে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম (আরএফএফ) আয়োজিত হজ প্যাকেজ ব্যবস্থাপনা ২০২৩' শীর্ষক সম্মেলনে চিঠির বিষয়ে জানান তিনি।
গত বছর হজের খরচ ১ লাখ ৪০ হাজার টাকা ছিল, চলতি বছর তা বাড়িয়ে ১ লাখ ৯৭ হাজার টাকা করা হয়েছে। এদিকে আজ ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আগামীতে হজ পালনের খরচ আরো বাড়বে।