গোডাউনের মাল ও কারখানা পুড়ে, পুঁজি হারিয়ে দিশেহারা জুয়েল
'মালয়শিয়ার এক ক্রেতা প্রায় ৮ লাখ টাকার জিন্স প্যান্ট অর্ডার দিয়েছিলেন। প্যান্ট তৈরি করে রাখাছিল কারখানায়। ডেলিভারি দেওয়ার কথা ছিল আজ। কিন্তু পুড়ে সব ছাই হয়ে গেছে,' কথাগুলো বলছিলেন আফরাহিম গার্মেন্টসের মালিক মোহম্মদ জুয়েল।
২০০৬ সাল থেকে বঙ্গবাজারে ব্যবসা করছেন জুয়েল। মাহানগর কমপ্লেক্সে তার দোকান এবং কারখানা আদর্শ মার্কেটে। কারখানায় তৈরি প্যান্ট বিক্রি করেন দোকানে।
মোহম্মদ জুয়েল বলেন, 'সবমিলে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। সব শেষ! এই ক্ষতি কীভাবে পোষাবো।'
ঢাকার কেরানিগঞ্জে পরিবার নিয়ে থাকেন তিনি। ভোর ৬টায় খবর পেয়ে এসে দেখেন মার্কেটে আগুন জ্বলছে দাউ দাউ করে। রাস্তার সামনের দোকান থেকে কিছু মাল বের করতে পারলেও ভেরতের সব পুড়ে ছাই হয়েছে জানান তিনি।