বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ঢাকা দক্ষিণ সিটির আট সদস্যের তদন্ত কমিটি গঠন
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। আগামী তিন দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটি আগুনের কারণ খুঁজে বের করার পাশাপাশি, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ক্ষতিগ্রস্তদের একটি তালিকাও তৈরি করবে।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে বঙ্গবাজার মার্কেটে লাগা এই ভয়াবহ আগুন দ্রুতই আশেপাশের ভবনগুলোয় ছড়িয়ে পড়ে। এসময় পাশের এনেক্সকো টাওয়ারসহ পুলিশ সদর দপ্তরের একাংশও ক্ষতিগ্রস্ত হয়।
বেলা ১২.৩৬ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও, রাত পৌনে আটটা নাগাদও পুরোপুরি নেভানো যায়নি বলে জানা যায়।
অগ্নিকাণ্ডে অন্তত ৩৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আর সম্পূর্ণরূপে পুড়ে গেছে সাড়ে ৩ হাজার দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৫ হাজার ব্যবসায়ী।
অগ্নিকাণ্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস ব্যবসায়ীদেরই দোষ দেন। তিনি বলেন, বার বার সাবধান করার পরও তারা সেখানে ব্যবসা পরিচালনা করা হয়েছে।
রাজধানীতে ডিএসসিসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, '২০১৯ সালেই মার্কেটকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছিল। তারপরও এখানে ব্যবসা পরিচালনা করা হয়েছে। আমরা বার বার চিঠি দিয়েও তাদের বিরত রাখতে পারিনি। এটা দুঃখজনক'।