৬০ লাখ টাকার পোশাক বাকিতে দিয়েছিলেন, সেই টাকা আদায় নিয়েই বড় দুশ্চিন্তা রনির
বঙ্গবাজারের মার্কেটের ব্যবসায়ীদের কাছে ৬০ লাখ টাকার পোশাক বাকিতে দিয়েছিলেন মোহম্মদ রনি। এখন সেই টাকা কীভাবে আদায় করবেন, তা নিয়ে চিন্তায় আছেন তিনি।
বঙ্গবাজারে মঙ্গলবারের আগুনে কাপড়ের মার্কেট পুরোপুরি পুড়ে মাটিতে মিশে গেছে।
বুধবার (৫ এপ্রিল) মোহম্মদ রনি আসেন বঙ্গবাজারের পুড়ে যাওয়া দোকানের সামনে। তিনি তখন বাকিতে মাল দেওয়া এক দোকানদারের সঙ্গে কথা বলছিলেন।
কেরানীগঞ্জে রনি গার্মেন্টস নামে দোকান আছে মোহম্মদ রনির। তিনি বলেন, 'এই মার্কেটে অনেক ব্যবসায়ীকে আমি বাকিতে পোশাক দিয়েছি। আমার প্রায় ৬০ লাখ টাকা পোশাক বাকি আছে এই মার্কেটে। সেই টাকা কীভাবে উঠাব, বুঝতে পারছি না।'
তিনি বলেন, 'সবারই তো দোকান পুড়ে গেছে। এই ব্যবসায়ীদের সঙ্গে আমরাও ক্ষতিগ্রস্ত হলাম। আমরা তাদের কাছে বেশিরভাগ সময়ই মাল বাকিতে দিতাম। বিক্রি করে তারা টাকা দিতেন। এভাবেই বছরের পর বছর চলে আসছিল। প্রায় ১২ বছর এভাবে মাল বিক্রি করি, কখনও এমন বিপদে পড়িনি।'
বঙ্গবাজারের মূল মার্কেটে তানভির গার্মেন্ট নামের দোকানদার মোহম্মদ সজিব হোসেনের কাছে এক লাখ টাকার বাচ্চাদের পোশাক দিয়েছেন মোহম্মদ রনি।