‘হেফাজতে’ মৃত্যু: সুলতানাকে আটকে জড়িত র্যাব কর্মকর্তাদের প্রত্যাহারের নির্দেশ হাইকোর্টের
র্যাব হেফাজতে নওগাঁর সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠনে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একইসাথে সুলতানা জেসমিনকে আটক ও হেফাজতের সাথে জড়িত র্যাব কর্মকর্তা ও সদস্যদের প্রত্যাহার করে র্যাব হেডকোয়ার্টারে সংযুক্ত করে– তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে এক রিট আবেদন শুনানি শেষে বুধবার (৫ এপ্রিল) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনা চেয়ে গত ২৮ মার্চ রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার ভৌমিক।
মনোজ কুমার ভৌমিক টিবিএসকে বলেন, "তদন্ত কমিটি গঠন করবেন মন্ত্রিপরিষদ সচিব। কমিটির সদস্য সংখ্যাও তিনি নির্ধারণ করবেন। আদালতের আদেশ অনুযায়ী, নওগাঁর জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে ওই কমিটিতে রাখতে হবে।"
তদন্ত সম্পন্ন করে আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ভৌমিক জানান, প্রতিবেদন দাখিলের পর হাইকোর্ট পরবর্তী নির্দেশনা দেবেন।
পাশাপাশি ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দায়ের ছাড়া একজন নারীকে আটক ও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া কেন বেআইনি হবে না– তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
স্বরাষ্ট্রসচিব, আইনসচিব ও র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।