এক লাখ টাকায় বঙ্গবাজারের একটি পোড়া লুঙ্গি কিনলেন তাহসান
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া একটি লুঙ্গি এক লাখ টাকায় কিনে নিয়েছেন দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। একুশে পদকজয়ী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক উদ্যোগের মাধ্যমে তাহসান এই লুঙ্গিটি ক্রয় করেন।
মূলত বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের লক্ষ্যে অর্ধপোড়া বা যেসব কাপড় মোটামুটি পরিধানের যোগ্য রয়েছে, সেগুলো বিক্রি করার উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। তারই সূত্র ধরে লুঙ্গি কিনেছেন তাহসান।
বুধবার (৫ এপ্রিল) বিদ্যানন্দের ফেসবুক পেজ থেকে তাহসানের ছবিসহ পোস্ট করে এ খবর জানানো হয়।
ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়, "লুঙ্গির দাম এক লাখ টাকা ! জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায় ! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।"
মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৫০০ দোকান পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার ব্যবসায়ী।