বড় দলগুলো অংশ না নিলে নির্বাচনের বৈধতা শূন্যের কোঠায় পৌঁছাবে: সিইসি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলো অংশ না নিলে নির্বাচনের বৈধতা শূন্যের কোঠায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "বড় দলগুলো একেবারেই অংশ না নিলে নির্বাচনের বৈধতা নিয়ে সংকট দেখা দেবে। বৈধতা শূন্যের কোঠায় নেমে যেতে পারে। আমাদের লিগ্যালিটি (আইনগত ভিত্তি) আর লেজিটিমেসির (বৈধতা) পার্থক্য বুঝতে হবে। লিগ্যালি (আইনের ভিত্তিতে) নির্বাচন শুদ্ধ হবে। কিন্তু লেজিটিমেট (বৈধ) হয়তো হবে না।"
তিনি বলেন, বর্তমানে একটি রাজনৈতিক সংকট চলছে এবং নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ হল আগামী সাধারণ নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলো অংশ নেবে কি-না।
"আসন্ন নির্বাচনে ইভিএম বা ব্যালট বড় চ্যালেঞ্জ নয়। আমাদের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক সংকট বিরাজ করছে। সব বা বড় দলগুলো নির্বাচনে অংশ নেবে কি-না, সেটাই বড় চ্যালেঞ্জ," যোগ করেন সিইসি।