প্রিন্ট মিডিয়ার টক শো সম্প্রচার আইনের পরিপন্থী: ডিএফপি
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) বলেছে, মুদ্রিত পত্রিকার অনলাইন সংস্করণে ভিজ্যুয়াল মিডিয়ার মতোন সংবাদ বুলেটিন, টক-শো ও সরাসরি ভিডিও সম্প্রচার দেশের বিদ্যমান 'আইন ও বিধি-বিধানের পরিপন্থি'।
অধিদপ্তরের মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া মঙ্গলবার (১১ এপ্রিল) এ বিষয়ে সংবাদপত্রগুলোতে একটি চিঠি পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, মুদ্রিত গণমাধ্যম হিসেবে নিবন্ধন নেওয়ার পরও কিছু সংবাদপত্রকে সংবাদ বুলেটন, টক শো এবং বিভিন্ন অনুষ্ঠানের লাইভ সম্প্রচার করতে দেখা যাচ্ছে। এ ধরনের সম্প্রচার প্রিন্ট মিডিয়ার বৈশিষ্ট্য ও সংবাদপত্র হিসেবে অনুমোদন গ্রহণের শর্তের সঙ্গে 'সঙ্গতিপূর্ণ নয়'।
'গণমাধ্যম হিসেবে জনগণকে সংবাদ সরবরাহের ক্ষেত্রে অবশ্যই নিজস্ব সত্ত্বা ও বৈশিষ্ট্য মেনে চলার বিষয়টি সংবাদপত্রের কাছে কাঙ্ক্ষিত' চিঠিতে আরও বলা হয়।
এবিষয়ে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক স ম গোলাম কিবরিয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বিভিন্ন মুদ্রিত সংবাদপত্রের অনলাইন সংস্করণে সংবাদ বুলেটিন, টক শো ও লাইভ ভিডিও সম্প্রচার না করার অনুরোধ জানিয়ে ডিএফপি একটি নির্দেশনা জারি করেছে। এ ধরনের কর্মকাণ্ড ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩' অনুযায়ী বৈধ নয়।'
'আমি আশা করি, এসব গণমাধ্যমের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের নির্দেশনা মেনে চলবে' যোগ করেন তিনি।