নিউ মার্কেটে আগুন: উৎসুক জনতার ভিড়ে অগ্নিনির্বাপণ কার্যক্রম ব্যাহত
উৎসুক জনতার ভিড়ে ব্যাহত হচ্ছে রাজধানীর নিউ সুপার মার্কেট শপিং মলের আগুন নিয়ন্ত্রণে প্রচেষ্টা চালানো ফায়ার সার্ভিসের কার্যক্রম।
আগুনের খবর পাওয়া মাত্রই উৎসুক জনতা ওই এলাকায় ভিড় জমাতে শুরু করে। তাদের অনেকেই মুঠোফোনে ঘটনা রেকর্ড করা ও ছবি তোলা শুরু করেন। এতে ফায়ার সার্ভিসের কাজ বাধাগ্রস্ত হয়।
ঘটনাস্থল থেকে এ মুহূর্তে মানুষজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্প্রতি বঙ্গবাজার অগ্নিকাণ্ডের পর বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আগুন নিয়ন্ত্রণে বিলম্বের পিছনে তিনটি কারণ চিহ্নিত করেন। এরমধ্যে একটি ছিল উৎসুক জনতার ভিড়ে কার্যক্রম ব্যাহত হওয়া।
শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা বেজে ৪০ মিনিটের দিকে নিউ মার্কেটে আগুনের সূত্রপাত হয় বলে টিবিএসকে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দলসহ মোট ২৮টি ফায়ার ফাইটিং ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।