এখনও পুড়ে যাওয়া মালামাল সরাচ্ছেন ব্যবসায়ীরা, কাটছে না উৎকণ্ঠা
রাজধানীর নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানের মালিক-শ্রমিকদের সোমবার সকাল থেকে পুড়ে যাওয়া মালামাল পরিষ্কার করতে দেখা যায়।
সারি সারি সাজানো-গোছানো জামাকাপড়, ক্রোকারিজ পণ্য সব পুড়ে ছাই হয়ে গেছে। সেগুলো আজ পরিষ্কার করছেন তারা।
হেলাল হোসেন গত ৪ বছর ধরে এ মার্কেটে ক্রোকারিজ পণ্য ও পাপোষ বিক্রি করছেন। তার দোকানের নাম মীম এন্টারপ্রাইজ।
তার দোকানের প্রায় ৯০% শতাংশ মাল পুড়ে গেছে। কর্মচারীরা পোড়া কিছু পাপোষই ছাদে শুকিয়ে নিচ্ছিলেন।
হেলাল হোসেন বলেন, "গরম পানি আর ধোঁয়ায় কোনো মালামালই বের করতে পারি নি। প্রায় ৫০ লাখ টাকার মাল ছিল, যার মধ্যে ধার করে ও বাকিতে আনা মালও ছিল ১৫ লাখ টাকার। এখন কিভাবে এ ধার শোধ করবো!"
তিনি বলেন, "দোকানে ৯ জন কর্মচারী। তাদের বেতন কিভাবে দিব সেটাও বুঝতে পারছি না।"
"আমরা চাই সরকার যেন আমাদের সহায়তা করে ও দ্রুত এই মার্কেট চালুর ব্যবস্থা করে।"
গত শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে রাজধানীর ঢাকা কলেজ সংলগ্ন নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপক দলসহ মোট ৩০টি ফায়ার ফাইটিং ইউনিটের প্রচেষ্টায় প্রায় ২৭ ঘণ্টা পর এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।