সোমবার দেশে রেকর্ড ১৫,৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
সোমবার (১৭ এপ্রিল) রাত নয়টায় দেশে রেকর্ড ১৫,৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
বিপিডিবি'র মুখপাত্র মো. শামীম হাসান বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে দেশে সর্বোচ্চ ১৫,৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করা হয়।
তবে সোমবার বিপিডিবি'র সারাদেশের জন্য বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬,০০০ মেগাএর আগে গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে দেশে সর্বোচ্চ ১৫,৩০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড করা হয়।ওয়াট। অর্থাৎ প্রায় ৪০০ মেগাওয়াটের লোডশেডিং ছিল।
গত মাস পর্যন্ত শীতল আবহাওয়া ও বৃষ্টির কারণে দেশে বিদ্যুতের চাহিদা ১২,০০০ মেগাওয়াট থেকে ১২,৫০০ মেগাওয়াটের মধ্যে ছিল।
কিন্তু শুষ্ক আবহাওয়া ও তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে গত কয়েকদিন বিদ্যুতের চাহিদা বেড়ে গিয়েছে।
পাবনার ঈশ্বরদীতে সোমবার দেশের ও চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। এ দিন ঢাকার তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস।