ঢাকার রাস্তায় নেই চিরচেনা যানজট, মানুষের ভিড়
রমজানের শেষে এসে এক দিনের ব্যবধানেই পাল্টে গেছে রাজধানী শহর ঢাকার চিত্র। প্রতিদিন অসহনীয় যানজট, মানুষের কোলাহল নেই – বিশ্বের অন্যতম জনবহুল এ শহরে।
ঈদের ছুটির আগে শবে কদরের ছুটি ও অতিরিক্ত একদিনের ছুটিতে অধিকাংশই নগরবাসী ছেড়েছে ঢাকা। বাকীরা আজ ও আগামীকালের মধ্যেই ছাড়বেন।
আজ বুধবার (১৯ এপ্রিল) রাজধানীর মিরপুর, কল্যাণপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগসহ বেশ কয়েকটি স্থান ঘুরে এ চিত্র দেখা যায়।
রাস্তায় নেই যানজট, নেই মানুষের চাপ। যারা রাস্তায় বের হয়েছেন– তাদের অধিকাংশই গ্রামের বাড়ি ফিরছেন ঈদ উদযাপনের উদ্দেশ্যে।
তবে কারওয়ান বাজার এলাকায় দুপুরের পরে কিছুটা যানজট দেখা যায়।
ঈদের ছুটিতে পরিবারসহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর যাচ্ছেন বেসরকারি চাকুরিজীবী ইব্রাহিম হোসেন। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আজ ভিড় কমবে ভেবেই সকালে রওনা দিয়েছি। আগে যে পথ অতিক্রম করতে দুই ঘন্টা লেগে যেত, সে পথ পাড়ি দিতে আজ ২৫ মিনিট লেগেছে'।
রিকশাচালক মো. শরিফ টিবিএসকে বলেন, 'রাস্তায় আজ জ্যাম নেই, লোকও কম। লোকজন একেবারেই কম থাকায় ভাড়া পাচ্ছি না। সকাল থেকে মাত্র ১০০ টাকার ভাড়া পেয়েছি'।
আরেক রিকশাচালক মো. আলমগীর হোসেন জানান, তিনি সকাল থেকে ৩০০ টাকার ভাড়া পেয়েছেন। অন্য সময় হলে ৫০০ টাকার বেশি আয় করতেন।
সিএনজিচালক মজিবুর রহমান টিবিএসকে বলেন, অন্য সময় যাত্রীর চাপ ভালো থাকে। আজ সকাল থেকে ৮০০ টাকা ভাড়া পেয়েছি। অন্য সময় ১,০০০/১,২০০ টাকা হয়। তবে রাস্তায় আজকে গাড়ি চালিয়ে স্বস্তি পেয়েছি। যানজট একেবারে নেই বললেই চলে।
ভাড়ায় বাইক চালান আব্দুল হালিম, তিনি টিবিএসকে বলেন, 'অন্য সময়ের থেকে যাত্রী কম। ৫০০ টাকার মতো আয় হয়েছে। অন্য সময় ১,২০০ টাকা হয়'।
যাত্রী মনির হোসেন যাবেন যাত্রাবাড়ী। ফার্মগেটে অপেক্ষা করছেন বাসের জন্য। কিন্তু, রাস্তা ফাঁকা থাকলেও গাড়ির সংখ্যা কম হওয়ায় তাকে অপেক্ষা করতে হয়েছে ২০ মিনিটের মতো।
মনির হোসেন টিবিএসকে বলেন, 'এখন রাস্তা একেবারে ফাঁকা। গাড়ির জন্য অপেক্ষা করলেও আক্ষেপ নেই। অন্তত যানজটে পড়তে হবে না'।