ভিসা প্রদানে ঘুষ নেওয়ার অভিযোগে বাংলাদেশে মালয়েশিয়ান দূতাবাসের ২ কর্মকর্তা রিমান্ডে
মালয়েশিয়াগামী বাংলাদেশি পর্যটক ও শ্রমিকদের ভিসা দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগে বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়া দূতাবাসের দুই এনফোর্সমেন্ট এজেন্সি কর্মকর্তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।
মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থার প্রধান তান শ্রী আজম বাকির বরাত দিয়ে দ্য স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, দুই কর্মকর্তাকে মালয়েশিয়ায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার (২০ এপ্রিল) পর্যন্ত তাদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
তিনি স্থানীয় গণমাধ্যমকে বলেন, কর্মকর্তাদের রিমান্ডে রাখা হয়েছে। আর মামলাটি এমএসিসি আইনের ধারা ১৭(এ) এবং ধারা ৪(১)-এর আওতায় তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, 'এরপর আরও বেশ কয়েকজনের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।'
সূত্রের বরাত দিয়ে দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ভিসা-সংক্রান্ত সমস্যা এবং বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী পর্যটক ও শ্রমিকদের প্রবেশের বিষয়ে দুর্নীতি তদন্তকারীদের এই দুই কর্মকর্তার সহায়তা প্রয়োজন ছিল।
সূত্রটি জানিয়েছে, 'এখন পর্যন্ত প্রায় ৩.১ মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত মূল্যের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।'
গত আগস্ট থেকে এখন পর্যন্ত মালয়েশিয়ার শ্রম বিভাগ মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ৩ লাখ ৫৮ হাজার ৮৯২ জন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে। এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ৫৯৫ জন কর্মী ইতিমধ্যেই মালয়েশিয়ায় রয়েছে।
বাকি ২ লাখ ২৫ হাজার শ্রমিক মালয়েশিয়ায় যাওয়ার প্রক্রিয়াধীন রয়েছে। বাংলাদেশ হাইকমিশন আশা করছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী ২-৩ বছরের মধ্যে মালয়েশিয়া প্রায় ৫ লাখ নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ করবে।
চলতি বছরের মার্চে সৌদি আরব ভিসা কেলেঙ্কারির অভিযোগে ঢাকা দূতাবাসের প্রাক্তন কর্মকর্তাদের গ্রেপ্তার করে।