চাঁদ দেখা নিয়ে অগ্রিম খবরে বিভ্রান্ত হবেন না: ইসলামিক ফাউন্ডেশন
পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিকর সংবাদ ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) জারি করা এক বিবৃতিতে ফাউন্ডেশন জনসাধারণকে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সূত্রে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেছে বলে দাবি করা কিছু মিডিয়া প্রতিবেদনের উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, 'সংবাদটি ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ জাতীয় চাঁদ দেখা কমিটির গোচরীভূত হয়েছে।'
এতে বলা হয়েছে, হিজরি সনের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটি একমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।
সারা দেশ থেকে চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে প্রতিমন্ত্রী ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করবেন।