ঈদের ছুটিতে যানবাহন বিহীন রাস্তা, ‘মধ্যম’ মানে ঢাকার বাতাস
ঈদের ছুটিতে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকায় সোমবার (২৪ এপ্রিল) সকালে ঢাকার বাতাসের মান 'মধ্যম' অবস্থায় রয়েছে।
সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ৮৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ১৭তম অবস্থানে রয়েছে।
৫০ থেকে ১০০ এর মধ্যে স্কোর থাকলে তাকে 'মধ্যম' বা 'গ্রহণযোগ্য' হিসেবে বিবেচনা করা হয়।
ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোর এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ যথাক্রমে ১৭৮, ১৭৪ এবং ১৬০ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থান দখল করেছে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হল- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২,সিও,এসও২ এবং ওজোন (ও৩)।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।