আতঙ্কিত হবেন না, গ্যাস নিঃসরণ বিষয়ে তিতাস-এর পরামর্শ
গ্যাস ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন অনেকেই। এরই মাঝে তিতাস জানিয়েছে, গ্যাস লিকেজ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।
ঈদে শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে গেছে। এর ফলে গ্যাসের ওভার-ফ্লো হচ্ছে তথা সাধারণ সময়ের তুলনায় গ্যাসের গন্ধ বেশি বাইরে আসছে।
তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে।
এক বার্তায় নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে তিতাস।
তিতাস গ্যাস-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঈদের ছুটিতে সব শিল্প-কারখানা বন্ধ থাকায় ঢাকায় গ্যাসের চাপ বেড়ে গিয়েছে।
ঢাকা শহরের অনেক জায়গাতেই গ্যাস লাইনে ছোট ছোট ছিদ্র রয়েছে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, সাধারণ সময়ে গ্যাসের চাপ কম থাকায় ওসব ছিদ্র দিয়ে গ্যাস বের হয়না।
গ্যাস লিকেজ পরীক্ষা করার জন্যে অডোরেন্ট ব্যবহার করা হয়ে থাকে। হয়তো অডোরেন্ট ব্যবহারের কারণে গন্ধ পাওয়া যাচ্ছে এবং তার ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা।
এর আগে অডোরেন্ট ব্যবহার করত না তিতাস।
গ্রাহকেরা তিতাস গ্যাস সংক্রান্ত যেকোনো অভিযোগ ১৬৪৯৬ নম্বরে ফোন করে জানাতে পারবেন।