চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশে বেকারত্ব বেড়ে ২০ লাখ ৫৯ হাজার: বিবিএস
চলতি ২০২৩ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে ২০ লাখ ৫৯ হাজারে পৌঁছেছে। ২০২২ সালের শেষ প্রান্তিকে এই সংখ্যা ছিল ২০ লাখ ৩২ হাজার। মঙ্গলবার (২ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত শ্রমশক্তি জরিপে উঠে আসে এ তথ্য।
পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিবিএস জানায়, বর্তমানে দেশে বেকারত্বের হার ৩.৫১ শতাংশ।
জরিপ অনুযায়ী, দেশে আনুমানিক মোট শ্রমশক্তির আকার ৭.৩৬ কোটি, যার মধ্যে ৭.১১ কোটি লোক বর্তমানে শ্রমশক্তিতে কর্মরত। এই কর্মরতদের ৪.৬৫ কোটি পুরুষ এবং ২.৪৬ কোটি নারী।
এছাড়া, মোট কর্মরতদের ৩.১৯ কোটি কৃষি, ১.২২ কোটি শিল্প এবং ২.৬৯ কোটি লোক সেবা খাতে নিযুক্ত রয়েছে।
পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুসারে, শ্রমশক্তিতে নারী ও তরুণদের অংশগ্রহণের ফলে ২০২২ সালে বেকারত্ব কমে ৩.৬ শতাংশে নেমে আসে। ২০১৬-১৭ সালের জরিপে দেশে বেকারত্ব ছিল ৪.২ শতাংশ।
বিবিএসের সংজ্ঞা অনুযায়ী, বাংলাদেশে কর্মসংস্থান বলতে এমন অবস্থাকে বোঝায় যখন কোনো ব্যক্তি মজুরি, বেতন, কমিশন বা টিপসের বিনিময়ে কাজ করে থাকেন, এমনকি সেটা সপ্তাহে এক ঘণ্টার জন্য হলেও। এ ধরনের কোনো কাজে নিযুক্ত না থাকলে সে ব্যক্তি বেকার হিসেবে বিবেচিত হবেন।