নগর পরিবহনে যুক্ত হবে ১০০ বৈদ্যুতিক বাস: মেয়র তাপস
চলতি বছরের মধ্যেই ১০০টি ডাবল ডেকার বৈদ্যুতিক বাস ঢাকা নগর পরিবহন সার্ভিসে যুক্ত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
মঙ্গলবার (৯ মে) বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির ২৭তম বৈঠক শেষে মেয়র বলেন, "প্রথমবারের মতো বাস রুট রেশনালাইজেশনের অধীনে একটি ক্লাস্টার খোলা হচ্ছে।"
"আমরা এই বছরের মধ্যেই ২১-২৮ নম্বর রুটে এটি চালু করতে যাচ্ছি। শীঘ্রই দরপত্র জমা দেওয়া হবে। এছাড়া চলতি বছরের মধ্যে আমরা নগর পরিবহন বহরে ১০০টি ইলেকট্রিক বাস যুক্ত করব," যোগ করেন তিনি।
এদিকে, ২১টি রুটে পরিষেবা দিতে ব্যর্থ হওয়ায় ট্রানসিলভার রুট পারমিট বাতিল এবং বাসগুলো জব্দ করা হবে বলে জানিয়েছেন মেয়র।
এর আগে, গত মাসের শুরুতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন, নভেম্বরে বিআরটিসির বহরে ১০০ এসি বৈদ্যুতিক যুক্ত করা হবে।
এগুলোর মধ্যে ৮০টি ঢাকা মেট্রোপলিটন এলাকায় এবং ২০টি চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় সার্ভিস দেবে বলে উল্লেখ করেছিলেন তিনি।