২০২৭ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সহায়তায় ৫০ হাজার বৈদ্যুতিক বাস চালু করবে ভারত!
২০২৭ সালের মধ্যে ভারতের রাস্তায় ৫০ হাজার বৈদ্যুতিক বাস নামাতে চায় দেশটির সরকার। পরিকল্পনাটি বাস্তবায়নে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিও করা হয়েছে।
কপ২৮ এর এক সাইড ইভেন্টে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে দেশটিতে ১২ হাজার বৈদ্যুতিক বাস চালু রয়েছে।
লক্ষ্যটি বাস্তবায়নে সহযোগী হিসেবে মোট ৩৯০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করা হবে। এক্ষেত্রে মার্কিন সরকার ও নানা জনহিতৈষী গ্রুপ থেকে ১৫০ মিলিয়ন ডলার সংগ্রহ করা হবে। আর বাকি ২৪০ মিলিয়ন দেবে নয়াদিল্লি।
তহবিল সংগ্রহের ব্যাপারে ভারতে প্রথম বৈদ্যুতিক বাস স্থাপনে নেতৃত্বে থাকা সরকারি কর্মকর্তা মহুয়া আচার্য বলেন, "ভারতে বৈদ্যুতিক গাড়ি বৃদ্ধির জন্য এই তহবিল ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তি হিসেবে কাজ করবে।"
ভারত বৈদ্যুতিক বাসের দাম কমানোর জন্য কাজ করে যাচ্ছে। এর আগে সরকার পরিবহনকে 'সেবা' হিসেবে ঘোষণা করেছিল। যার ফলে নির্মাতারা পাবলিক সত্তার কাছে বাস ভাড়া দিয়ে থাকে এবং ১২ বছরের জন্য মাসিক অর্থ নিয়ে থাকে।
যদিও এমন পদক্ষেপ একদিকে স্থানীয় কর্তৃপক্ষকে খরচ কমাতে এবং বাস সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করেছে। তবে অন্যদিকে শেষ পর্যন্ত এর ফলে যানবাহন নির্মাতারা দীর্ঘমেয়াদী ঋণ বহন করার পাশাপাশি অনিশ্চিত আয়ের মুখোমুখি হয়েছিল। ফলে এটি শেষ পর্যন্ত নির্মাতা কোম্পানিগুলোকে উত্পাদন আরও বন্ধের দিকে পরিচালিত করেছিল।
তবে সরকারের নতুন ফান্ড মেকানিজমে নির্মাতাদের ঝুঁকি কমানোর জন্যই ডিজাইন করা হয়েছে বলে জানানো হয়েছে। কারণ এতে করে তারা নতুন বিনিয়োগের জন্য অর্থ নিতে পারবে।
এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের মার্কিন জলবায়ু বিষয়ক দূত জন কেরি বলেন, "এটি বেশ ইতিবাচক একটি বিষয়। কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেটি মোকাবিলায় প্রয়োজনীয় একটি পদক্ষেপ।"