ফেসবুক ব্যবহারে সতর্ক থাকুন, নিজে থেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে বাগ
শুক্রবার (১২ মে) সন্ধ্যার পর থেকেই বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা অভিযোগ করছেন, ফেসবুকে বন্ধুতালিকার বাইরে থাকা কারও প্রোফাইলে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যক্তির কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে।
সাধারণত 'অ্যাড ফ্রেন্ড' বাটনে ক্লিক করে অন্যকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়। কিন্তু এখন কেবল ফেসবুক অ্যাপ থেকে প্রোফাইলে প্রবেশ করলেই পরমুহূর্তে 'রিকোয়েস্টড' দেখতে পাচ্ছেন অনেক ব্যবহারকারী। তারা এটিকে বাগ বলে অভিহিত করছেন।
অ্যান্ড্রয়েড অথরিটি-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, টুইটারেও অনেকে এ সমস্যার কথা জানিয়েছেন। তবে এমন দুরবস্থার কারণ এখনো পরিষ্কার নয়। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, মেটাও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এমন অপ্রত্যাশিত ঘটনা নিয়ে ফেসবুক ব্যবহারকারীরা ইতোমধ্যে কৌতুক করতে শুরু করেছেন। কেউ কেউ অবশ্য এ ঘটনাকে ভার্চুয়াল দুনিয়ায় ব্যক্তিগত গণ্ডি লঙ্ঘন হিসেবে বিবেচনা করে উদ্বেগ প্রকাশ করেছেন।
ফারিগ সাদিক নামক একজন ব্যবহারকারী লিখেছেন, 'শুনলাম ফেসবুকে নাকি আজকে ননফ্রেন্ড কারও প্রোফাইল ভিজিট করলেই অটো ফ্রেন্ড রিকুয়েস্ট চলে যাইতেসে। নাইস বাগ। আজকে তাইলে নো-স্টকিং-ইয়োর-এক্স ডে।' সেখানে মন্তব্যের ঘরে সময় সুবন্ধু নামক আরেকজন লিখেছেন, আজকের দিনেও তিনি একটা ফ্রেন্ড রিকোয়েস্টও পাননি।
তার মতো আরও অনেক ব্যবহারকারীই 'দুঃখ' করে বলেছেন, তারা সারাদিনে একজনের কাছ থেকেও বন্ধু হওয়ার অনুরোধ পাননি। 'এই ফেসবুক গ্লিচে একটা রিকুয়েষ্ট পাওয়ার হক তো আমারো আছে, কই আমিতো পেলাম না কোনো রিকুয়েষ্ট,' তাহসিন আল কাবাদ নামক আরেকজন ব্যবহারকারী তার এ পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন কষ্ট পাওয়ার দুটো ইমোজিও।
লিখিত অনুভূতির পাশাপাশি মিম তৈরি করতেও ভুলছেন না নেটিজেনরা। অনেকে ফেসবুকে অন্যকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টের তালিকা কীভাবে দেখা যায়, সে পদ্ধতি বাতলে দিয়েছেন অন্যদের জন্য।