গাজীপুর সিটি নির্বাচন: কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন জায়েদা
আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র (বরখাস্ত) জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুনকে দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন জায়েদা খাতুন।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১২ মে) সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "উনি (প্রার্থী) সন্ধ্যার দিকে নোটিশের জবাব অফিসে জমা দিয়েছেন।"
এ বিষয়ে জানতে জায়েদা খাতুনের ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মুঠোফোনে কল দেওয়া হলে, মঈন নামে এক ব্যক্তি ফোন রিসিভ করে জানান, শুক্রবার সন্ধ্যার আগে নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্নিং কর্মকর্তার কার্যলয়ে কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব জমা দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি বলে উল্লেখ করেন তিনি।
এর আগে বৃহস্পতিবার (১১ মে) নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নিজ ছবির সঙ্গে ছেলে সাবেক মেয়র (বরখাস্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছবি নির্বাচনী পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলে ব্যবহার করায় টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনকে কারণ দর্শানোর নোটিশ দেয় নির্বাচন কমিশন।
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সিটি করপোরেশন (নির্বাচনী আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি অনুসারে কেন জায়েদা খাতুনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, ২৪ ঘন্টার মধ্যে সেটি জানতে চেয়ে এই দর্শানোর নোটিশটি প্রদান করা হয়।
নোটিশে বলা হয়, 'গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ২০২৩ উপলক্ষে মেয়র পদে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে আপনি জনাব জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীক বরাদ্ধ পাওয়ার পর নিজ ছবির সাথে সাবেক মেয়র জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর নাম ও ছবি পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলে ব্যবহার করেছেন। যা সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ অনুসারে বিধি ৮ (৫) লঙ্ঘন করেছে।'
'বর্ণিতাবস্থায়, সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি অনুসারে কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর নিকট কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হলো,' বলা হ্য নোটিশে।