অটো ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাওয়ার সমস্যা ঠিক করেছে ফেসবুক
ফেসবুক অ্যাপ থেকেকে অটো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সমস্যা ঠিক করা হয়েছে।
মেটা-র একজন মুখপাত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ফেসবুক অ্যাপের সাম্প্রতিক আপডেটের কারণে ফেসবুকের ফ্রেন্ড রিকোয়স্টগুলো ভুলে পাঠানো হয়েছে। আমরা এটি বন্ধ করেছি। এর ফলে সৃষ্ট যেকোনো অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।'
এর আগে শুক্রবার বাংলাদেশ, ফিলিপাইন ও শ্রীলঙ্কার ফেসবুক ব্যবহারকারীরা জানিয়েছিলেন, ফেসবুকে বন্ধুতালিকার বাইরে থাকা কারও প্রোফাইলে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে ওই ব্যক্তির কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাচ্ছে।
এমন অপ্রত্যাশিত ঘটনা নিয়ে ফেসবুক ব্যবহারকারীরা কৌতুক করতে শুরু করেন। আবার অনেকে এ ঘটনাকে ভার্চুয়াল দুনিয়ায় ব্যক্তিগত গণ্ডি লঙ্ঘন হিসেবে বিবেচনা করে উদ্বেগ প্রকাশ করেন।