গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীরকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ আ. লীগের সদস্যমণ্ডলীর
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করেছে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী।
রোববার (১৪ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে দলের প্রেসিডিয়াম বডির বৈঠকে একাধিক নেতা এ দাবি জানান।
জাহাঙ্গীর আলম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে সম্পাদকমণ্ডলীর সদস্যরা বলেন, জাহাঙ্গীর আলম দলের ক্ষমা পাওয়ার পরও দলীয় শৃঙ্খলা ভঙ্গে লিপ্ত হচ্ছেন।
তার প্রার্থিতা অবৈধ হলেও তিনি তার মায়ের পক্ষে মাঠে কাজ করছেন। জাহাঙ্গীর দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলেও জানান সম্পাদকমণ্ডলীর সদস্যরা।
তারা শিগগিরই দলীয় নেত্রীর সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরার দাবি জানান।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ টিবিএসকে বলেন, 'আমরা বৈঠকে পাঁচ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলেছি। নেতারা কিছু সিদ্ধান্তে একমত হয়েছেন যা সঠিক জায়গায় পৌঁছে দেওয়া হবে।'