নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন
গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন করার দাবিতে চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। সোমবার দুপুরে ষোলশহরস্থ কর্ণফুলী গ্যাস কার্যালয়ের সামনে এই মানববন্ধনে অংশ নিয়ে নিজেদের ভোগান্তির কথা তুলে ধরেন তারা। মানববন্ধনে নানা স্লোগান সংবলিত প্লেকার্ড নিয়ে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তারা বলেন, গ্যাস সরবরাহকারী সংস্থা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-কেজিডিসিএ পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বলেছে, এলএনজি সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হতে ছয়-সাতদিন সময় লাগতে পারে। গ্যাস সরবরাহ বন্ধ করার এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না।
সাংবাদিক বিপ্লব পার্থ বলেন, 'চট্টগ্রামকে অর্থনীতির স্বর্ণদ্বার বলা হলেও জাতীয় গ্রিড থেকে গ্যাসের অংশীদারিত্ব কম। ফলে মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ থাকার অজুহাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। গ্যাস সংকটে নিদারুণ কষ্টে নগরবাসী দিনাতিপাত করছে। শনি-রবিবার চুলা জ্বালাতে পারেনি নগরবাসী।'
ছাত্রনেতা সৌরভ প্রিয় পাল বলেন, 'বর্তমান সময়ে চট্টগ্রামে গ্যাসের সমস্যার পাশাপাশি, বিদ্যুৎ এর সমস্যা সেইসাথে ওয়াসার পানির লবণাক্ততা—সবকিছুতে ভুক্তভোগী চট্টগ্রামবাসী। আমরা চট্টগ্রামবাসী এসব থেকে পরিত্রাণ পেতে চাই।'
সেলিম উদ্দিন রাসেল বলেন, 'আমরা চট্টগ্রামবাসী আজ দুদিন ধরে ঘরে চুলা জ্বালাতে পারছি না। গ্যাসের বোতলের দামও দ্বিগুণ করা হয়েছে। স্টোভের দাম বাড়ানো হয়েছে। চট্টগ্রামবাসী পেটের ক্ষুধা নিয়ে সীমাহীন দুঃখের সাথে দিনযাপন করছে।'
ঘূর্ণিঝড় মোখায় এলএনজি গ্যাস সরবরাহ বন্ধ থাকায় শুক্রবার রাত থেকে চট্টগ্রামে গ্যাস সংকট শুরু হয়। পরিস্থিতির সুযোগ নিয়ে এলপিজি সিলিন্ডারের দাম ৩৫০ টাকা বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা।
চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারা জানিয়েছেন, নগরীতে দৈনিক ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, কিন্তু ৮০০ মেগাওয়াট পাওয়া যাচ্ছে। রাউজান ও শিকলবাহা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো গ্যাসনির্ভর। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এসব কেন্দ্র থেকে ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না।
তবে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিসিএল) গতকাল রাত থেকে আবাসিক ও শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে। আগামী ১০-১২ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।