৩১ মে থেকে সকাল ৮টা-রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল
ক্রমবর্ধমান চাহিদা ও জনপ্রিয়তার কথা বিবেচনায় নিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগামী ৩১ মে থেকে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সময়সূচীতে মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবারের পরিবর্তে হবে শুক্রবার। ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, অফিসগামী যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে নতুন সময়সূচীতে সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তন করা হয়েছে।
নতুন সময়সূচী অনুসারে ৩১ মে থেকে প্রতিদিন ১২ ঘণ্টা চলবে মেট্রোরেল। এই পুরো সময়কে ৪টি ভাগে ভাগ করা হবে। সকাল ৮টা-১১টা পর্যন্ত পিক আওয়ারে প্রতি ১০ মিনিট অন্তর মেট্রো চলবে; আবার সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফ-পিক আওয়ারে প্রতি ১৫ মিনিট অন্তর চলবে মেট্রোরেল।
একই বিরতিতে বেলা ৩টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত পিক আওয়ার এবং ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অফ-পিক আওয়ার হিসাবে মেট্রো চলবে।
বর্তমানে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল।
এমএএন সিদ্দিক আরও জানান, জুলাইয়ের মধ্যে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চালানোর কথা ভাবছেন তারা।