অনিয়ম পাওয়া গেলে কিছু কেন্দ্রের ফলাফল বাতিল করতে পারবে ইসি: অনুমোদিত খসড়া আইন
'গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আদেশ, ২০২৩' - এ বলা হয়েছে, কোনো আসনে অনিয়ম পাওয়া গেলে এক বা একাধিক কেন্দ্রের ফলাফল স্থগিত বা বাতিল করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (১৮ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে গণপ্রতিনিধিত্ব (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
এর আগে কোনো অনিয়ম পাওয়া গেলে সম্পূর্ণ আসনের ফলাফল বাতিল বা স্থগিতের ক্ষমতা চেয়ে একটি প্রস্তাব দেয় ইসি।
তবে খসড়া আইনে সম্পূর্ণ ফলাফল বাতিল করা যাবে এমন কোনো কথা বলা হয়নি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহমুদুল হোসেন খান সাংবাদিকদের বলেন,নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহের একদিন আগে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবেন এমন বিধান খসড়া আইনে রাখা হয়েছে।
এর আগে মনোনয়নপত্র সংগ্রহের সাত দিন আগে প্রার্থীদের ব্যাংক ঋণ পরিশোধ করতে হতো।
সচিব বলেন, "এখন থেকে মনোনয়নপত্রের সাথে প্রার্থীদের টিন এবং কর-রিটার্নের নথি জমা দিতে হবে"। এছাড়া, রিটার্নিং কর্মকর্তা যদি কোনো প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন, তাহলে যে কেউ এর বিরুদ্ধে আপিল করতে পারবে। তবে আপিলের স্বপক্ষে তাদের যথাযথ প্রমাণ দিতে হবে।"
এর আগে রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করলেই কেবল আপিলের সুযোগ পেতেন প্রার্থীরা।
এছাড়া, রাজনৈতিক দলগুলোর দলীয় গঠনতন্ত্র জমা দেওয়ার তারিখ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে, আগের আইনে যা ২০২০ সাল পর্যন্ত ছিল।