এমডি তাকসিমের বিরুদ্ধে অভিযোগ করা ওয়াসা চেয়ারম্যান পদ হারালেন
ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তোলা ঢাকা ওয়াসা-র চেয়ারম্যান গোলাম মোস্তফাকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ওয়াসা বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
যোগাযোগ করা হলে এ বিষয়ে ওয়াসার সাবেক বোর্ড চেয়ারম্যান গোলাম মোস্তফা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমার মেয়াদ ছয় মাস আগে শেষ হয়েছে, হয়তো সে কারণেই নতুন কাউকে নিয়োগ দিয়েছে।'
তবে তাকে অপসারণের বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাননি বলে দাবি করেন গোলাম মোস্তফা। তিনি বলেন, 'আমি অন্য মাধ্যমে বিজ্ঞপ্তিটি দেখেছি।'
এছাড়া এমডির বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণে তাকে অপসারণ করা হতে পারে বলে মন্তব্য করেন গোলাম মোস্তফা।
'এমডির বিরুদ্ধে দেওয়া অভিযোগ হয়তো তাদের ভালো লাগেনি। এজন্যই হয়তো আমাকে সরিয়ে দিয়েছে। তাদের কাছে তাকসিম সাহেবের মতো অসৎ লোকই হয়তো বেশি পছন্দের।'
গত ১৭ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, তাকসিম এ খান ঢাকা ওয়াসাকে স্বেচ্ছাচারিতার মাধ্যমে অনিয়ম, অপচয় ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।
পাশাপাশি তাকসিমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার মাধ্যমে ওয়াসা বোর্ডকে অকার্যকর রাখার অভিযোগ আনেন গোলাম মোস্তফা।