সংসদে প্রতিনিধিত্ব আছে, এমন রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন হবে: আইনমন্ত্রী
সংসদে প্রতিনিধিত্ব আছে এমন রাজনৈতিক দলগুলো নিয়ে নির্বাচনকালীন ছোট সরকার গঠন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার (১১ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ল' রিপোর্টর্স ফোরাম আয়োজিত মিট দ্য রিপোর্টাস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করেছিল, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সে প্রতিশ্রুতি পূরণ করবে।
তত্ত্বাবধায় সরকার নিয়ে তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত এই সরকার ব্যবস্থাকে অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করায় সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেছে।
মার্কিন ভিসা নীতি প্রসঙ্গে বলতে মন্ত্রী আনিসুল হক বলেন, "মার্কিন ভিসা নীতির কারণে অপমানিত হয়েছে বাংলাদেশ। তবে কোনো নির্দিষ্ট দলকে টার্গেট না করে যদি এটি পক্ষপাতহীনভাবে প্রয়োগ করা হয়, তাহলে এতে কোনো আপত্তি নেই।"
এদিকে, এক দশক পর জামায়াতের সমাবেশ করা নিয়ে আইনমন্ত্রী বলেন, "সমাবেশের অনুমতি দেয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়; কেন তারা অনুমতি দিল, সেই উত্তর স্বরাষ্ট্রমন্ত্রণালয় দেবে।"
জামায়াতকে নিষিদ্ধ করার বিষয় নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "যুদ্ধাপরাধী হিসেবে বিচার শুরুর জন্য যথেষ্ট তথ্য প্রমাণ আছে। কিন্তু বিচার না হওয়া পর্যন্ত আমরা জামায়াতকে নিষিদ্ধ করতে পারি না।"
এছাড়া, আইন সংশোধনের প্রক্রিয়া চলছে এবং শিগগিরই তা মন্ত্রিসভায় উঠবে বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ বলে তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত হওয়ায় তার দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। যদি সে সুস্থ হয়, তবে তাকে তার বাকি সাজা ভোগ করতে হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।