ঈদ উপলক্ষে মেটলাইফের বিনামূল্যে ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত জীবন বীমা কভারেজ
ঈদ-উল-আযহা উপলক্ষে বাংলাদেশের অভ্যন্তরে ভ্রমণকারী গ্রাহকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ৫০,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত জীবন বীমা কভারেজ দিচ্ছে মেটলাইফ। দেশে প্রথমবারের মতো কোনো বীমা কোম্পানি এমন উদ্যোগ নিয়েছে।
রোববার (১১ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি জানায়, মেটলাইফের সক্রিয় বীমা পলিসি রয়েছে এমন যেকোনো গ্রাহকের মৃত্যু, দুর্ঘটনা এবং অক্ষমতার ক্ষেত্রে অতিরিক্ত বীমা কভারেজ পাবেন।
এরজন্য গ্রাহকদের কোনো অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে না। এর ফলে সক্রিয় বীমা পলিসিধারী গ্রাহকরা বিদ্যমান পলিসি থেকে প্রযোজ্য বীমা কভারেজ ছাড়াও আরও ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন।
কভারেজ প্রদানের সময়সীমা আগামী ২৩ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত।
মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, "ঈদ দেশে সকলের জন্যই একটি উৎসবের আমেজ তৈরি করে। তবে এ সময় বিপুল সংখ্যক মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে বিভিন্ন জেলায় বেড়াতে যান এবং অনেকেই দুর্ঘটনায় পড়েন। এই আনন্দঘন মুহূর্তে কোনো দুর্ঘটনার শিকার হলে তাদের পাশে থাকছে মেটলাইফ। এই উদ্যোগ গ্রাহকদের যাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করবে এবং তাদেরকে দুশ্চিন্তামুক্ত রাখতে সাহায্য করবে। এছাড়া, হজযাত্রীরাও এই অতিরিক্ত বীমা কভারেজ সুবিধা পাবেন।"
সক্রিয় তাকাফুল বীমা পলিসি গ্রাহক, যারা হজ পালনের জন্য ভ্রমণে আছেন, তারাও ৫০,০০০ টাকা পর্যন্ত এই অতিরিক্ত বীমা কভারেজ সুবিধা পাবেন।
গ্রাহক যেদিন হজ পালনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন, সেদিন থেকে পরবর্তী ৪৩ দিন পর্যন্ত এই কাভারেজ সুবিধা গ্রহণের সুযোগ থাকবে।