রাজশাহী সিটি নির্বাচনের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু
আগামীকাল অনুষ্ঠেয় রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ থেকে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্ল্যাহ। এসময় রির্টানিং কর্মকর্তাসহ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে ও পুলিশ পাহারায় মিনি ট্রাকে করে স্ব স্ব কেন্দ্রে মালামাল পাঠানো শুরু হয়।
এরপর সাংবাদিকদের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ভোট গ্রহণের জন্য সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১৫৫টি কেন্দ্রের স্ব স্ব প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে ও পুলিশি পাহারায় মালামাল কেন্দ্রে পৌঁছানো হচ্ছে। ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০ জন সহকারী রির্টানিং অফিসার, প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিসাইডিং অফিসার, ১১৫৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ২৩০৬ জন পোলিং অফিসার মোতায়েন থাকবে।
এর আগে সকাল সাড়ে ৮টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ব্রিফিং করেন পুলিশ কমিশনার আনিসুর রহমান।
পরে তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সিটি কর্পোরেশন এলাকায় ২৫০ জন র্যাব সদস্য ও ১০ প্লাটুন বিজিবি সদস্য টহলে থাকবেন। নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন ৩ হাজার ৫১৪ জন পুলিশ ও ১ হাজার ৯৩৫ আনসার সদস্য। এছাড়া ৩০জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনের দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, ভোটকেন্দ্রগুলোতে স্থাপন করা হয়েছে ১ হাজার ৫৬০টি ক্লোজ সার্কিট ক্যামেরা। ইভিএম মেশিন থাকছে প্রায় ১ হাজার ৭৩০টি। পর্যবেক্ষক থাকবেন নির্বাচন কমিশনের ১০ জন।
তিনি বলেন, নির্বাচনে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এদিকে ১৫৫টি ভোটকেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ১৪৮টি। মেয়র পদে প্রার্থী ৪ জন। সাধারণ ৩০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ১১১ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থী ৪৬ জন। সাধারণ ওয়ার্ডের ১টিতে কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৯৮২ জন।
আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে।