শ্রম আইন লঙ্ঘনের মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে ডা. ইউনূসের রিট
শ্রম আইন লঙ্ঘনের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২১ জুন) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করেন ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।
আবেদনটি শুনানির জন্য আজকের কার্যতালিকায় রয়েছে।
এর আগে ৬ জুন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
এর মধ্য দিয়ে এ মামলার বিচারকাজ শুরু হয়। ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা সেই আদেশ দেন।