সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় ৭ম ঢাকা
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রকাশিত 'গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৩' থেকে জানা গেছে, বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় এবারও ৭ম স্থানে রয়েছে ঢাকা।
পাঁচটি ক্যাটেগরির ওপর ভিত্তি করে বাসযোগ্যতার তালিকায় স্থান দেওয়া হয় শহরগুলোকে। পাঁচটি ক্যাটেগরির মধ্যে রয়েছে- স্থায়িত্ব, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
প্রতিবেদন অনুযায়ী, রাজধানী ঢাকা ১০০'র মধ্যে গড় ৪৩.৮ স্কোর নিয়ে এ বছরের বৈশ্বিক বাসযোগ্যতার সূচকে ১৭৩টি শহরের মধ্যে ১৬৬তম অবস্থানে রয়েছে। ঢাকার সাথে যুগ্মভাবে একই অবস্থানে রয়েছে জিম্বাবুয়ের হারারে। ২০২২ ও ২০২১ সালে ঢাকার স্কোর ছিল যথাক্রমে ৩৯.২ এবং ৩৩.৫।
এদিকে বাসযোগ্য শহরের তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা; এরপরেই আছে একে একে ডেনমার্কের কোপেনহেগেন, অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনি, কানাডার ভ্যাঙ্কুভার; সুইজারল্যান্ডের জুরিখ, কানাডার ক্যালগেরি, সুইজারল্যান্ডের জেনেভা, কানাডার টরন্টো এবং জাপানের ওসাকা।
স্থায়িত্বের জন্য ঢাকার স্কোর এসেছে ৫০; এর পাশাপাশি স্বাস্থ্যসেবা খাতে ৪১.৭ এবং সংস্কৃতি ও পরিবেশ খাতে ৪০.৫ স্কোর পেয়েছে ঢাকা। এর বাইরে শিক্ষা খাতে স্কোর এসেছে ৭৫ এবং অবকাঠামো স্কোর দাঁড়িয়েছে ২৬.৮।
২০১৯ এবং ২০১৮ সালের সূচকে অবশ্য ঢাকা সবচেয়ে কম বাসযোগ্য শহরের তৃতীয় এবং দ্বিতীয় স্থানে ছিল।
২০১২ সালের সূচকে ঢাকার অবস্থা ছিল সবচেয়ে নিম্নে; সে সময় বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহর হিসাবে তালিকার শীর্ষে উঠে আসে ঢাকার নাম। এরপরের পাঁচ বছরেও এটি বিশ্বের সবচেয়ে কম বাসযোগ্য শহরের প্রথম চারটির মধ্যে ছিল।
এদিকে দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকার বাইরে আরেকটি দেশের শহরও দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-এর সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের তালিকায় স্থান পেয়েছে; ৩২.৫ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি রয়েছে পঞ্চমে।
সবচেয়ে কম বাসযোগ্য শহরের তালিকায় এসেছে সিরিয়ার দামেস্ক, লেবাননের ত্রিপোলি, আলজেরিয়ার আলজিয়ার্স, নাইজেরিয়ার লাগোস, পাকিস্তানের করাচি, পাপুয়া নিউগিনির পোর্ট মোর্সবি, বাংলাদেশের ঢাকা ও জিম্বাবুয়ের হারারে, ইউক্রেনের কিয়েভ ও ক্যামেরুনের দৌয়ালার নাম।