মোহাম্মদপুরে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১
রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে একটি বহুতল আবাসিক ভবনের পঞ্চমতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২৫ মিনিটে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় মোশারফ হোসেন নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান, অগ্নিকাণ্ডের সময় বহুতল ভবনটিতে বিকট শব্দ হয়।
এদিকে ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়াহিদুল ইসলাম জানান, দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ সহ ভবনের সকল মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং আগুনের সূত্রপাত বের করতে তদন্ত চলছে। অগ্নিকাণ্ডে যে বৃদ্ধের মৃত্যু হয়েছে তিনি নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন বলে জানান তিনি।