ভারত থেকে এল আরও ৬ ট্রাক কাঁচামরিচ, সাতক্ষীরায় দাম কমে ২০০ টাকা কেজি
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিনের মতো আমদানি হচ্ছে ভারতীয় কাঁচা মরিচ। সোমবার (৩ জুলাই) দুপুর ৪টা পর্যন্ত ৬ ট্রাক কাচামরিচ আমদানি হয়েছে বলে জানিয়েছে সিএন্ডএফ।
ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন, 'এখন পর্যন্ত ছয় ট্রাকে প্রায় ৬০ টন কাঁচামরিচ দেশে প্রবেশ করেছে। আরও আসবে। এতে দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে।'
ভোমরা কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান জানান, গতকাল রোববার আমদানি হয়েছিল সাত ট্রাকে ৭০ মেট্রিক টন ভারতীয় কাঁচামরিচ।
এদিকে ভারতীয় কাঁচামরিচ আমদানির খবরে সাতক্ষীরায় দেশীয় মরিচের দাম কেজিতে কমেছে ২৫০-৩০০ টাকা। সোমবার সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে কাঁচামরিচ পাইকারি বিক্রি হয়েছে ২০০ টাকা কেজিতে। অথচ রোববার বিক্রি হয়েছিল ৪৫০-৫০০ টাকা প্রতি কেজি।
সুলতানপুর কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু বলেন, মূলত ভারতীয় কাঁচা মরিচ আমদানি হওয়ায় দাম কমে গেছে।