মারা গেছেন লেখক-কবি আফতাব আহমদ
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং কবি আফতাব আহমদ মারা গেছেন। সোমবার রাত পৌনে নয়টার দিকে রাজধানীর বনানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আফতাব আহমদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ জুলাই) বাদআসর বনানীর সেন্ট্রাল মসজিদে আফতাবের জানাজা হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, তিনি গুলতেকিন খানের স্বামী। গুলতেকিনের প্রথম স্বামী ছিলেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ২০১৯ সালে গুলতেকিন ও আফতাব আহমদ বিবাহবন্ধনে আবদ্ধ হন।