বন্যার আশঙ্কা সুনামগঞ্জে, পর্যটকদের ভ্রমণে না যাওয়ার আহ্বান ডিসির
উজানের ঢল আর অতিবৃষ্টিতে ইতোমধ্যে প্লাবিত হয়েছে সুনামগঞ্জের নিম্নাঞ্চল। এছাড়াও জেলার সব নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় ডুবে গেছে সড়ক, ব্যাহত হচ্ছে চলাচল। এতে বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
এই বিরূপ আবহাওয়া ও বন্যার আশঙ্কা থাকায় সুনামগঞ্জে পর্যটক না আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
গত রোববার (২ জুলাই) দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ কথা বলেন তিনি।
এসময় জেলা প্রশাসক বলেন, "বর্তমানে সুনামগঞ্জের আবহাওয়া খুব একটা ভালো না। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাতের আভাস আছে। বৃষ্টি ও ঢলের পানিতে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর দিয়ে বইছে। এমন অবস্থায় পর্যটক আসতে আমরা নিরুৎসাহিত করছি।"
"তবে নিষেধাজ্ঞা দিতে আরও কিছুটা পর্যবেক্ষণ করছি। অবস্থার অবনতি হলে পর্যটক আগমন নিষিদ্ধ করা হবে," বলেন তিনি।
এদিকে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, জেলা শহরের ষোলগড় পয়েন্ট দিয়ে সুরমা নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এছাড়া জেলার ছাতক উপজেলার সুরমা নদীর পয়েন্টে ১৩৩ সেন্টিমিটারের উপর দিয়ে ঢলের পানি নিম্নাঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। যাদুকাটা, বৌলাইসহ অন্যান্য নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে।
টাঙ্গুয়ার হাওর পাড়ের বাসিন্দা আবু জাহান তালুকদার জানান, "বর্ষা আশায় মাত্র শুরু হয়েছে পর্যটন মৌসুম। এসময়ই দেশ-বিদেশের পর্যটকের এখানে আসার কথা।"
খোঁজ নিয়ে জানা গেছে, ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের বেশ কিছু অংশ। বন্ধ হয়ে গেছে সরাসরি যান চলাচল। নৌকা দিয়ে এসব সড়ক পারাপার করছেন মানুষ।