২৪ ঘণ্টায় নেত্রকোণার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
এফএফডব্লিউসি এর নিয়মিত বুলেটিনে জানিয়েছে, ব্রহ্মপুত্র নদ অপরিবর্তিত থাকলেও যমুনা নদীর পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে, যা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু করে ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
এতে আরও বলা হয়, গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
এছাড়া খোয়াই, মনু ও ধলাই ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীগুলোর পানি কমছে, যা আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।