সরকারি ওয়েবসাইট থেকে তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
সরকারি সংস্থার ওয়েবসাইট থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ জুলাই) তথ্য ও প্রযুক্তি বিভাগের এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, 'গোয়েন্দা সংস্থা, পুলিশ ও আইসিটি বিভাগের সমন্বয়ে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।'
কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া সভায় তথ্য সুরক্ষায় আরেকটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তিভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ গত শুক্রবার (৭ জুলাই) এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে একটি সরকারি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে লাখ লাখ মানুষের তথ্য ফাঁস হয়েছে।
তবে প্রতিমন্ত্রী দাবি করে বলেন, "সরকারি কোনো ওয়েবসাইট হ্যাক হয়নি। ওয়েবসাইটটির দুর্বলতার জন্য নাগরিকদের তথ্য উন্মুক্ত ছিল। এই সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে।"