চট্টগ্রামে বাসচাপায় ট্রাফিক পুলিশ সদস্য নিহত
চট্টগ্রাম নগরে বাসচাপায় মো. নুরুল করিম (৪৭) নামে এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জুলাই) রাতে পাঁচলাইশ থানার দুই নম্বর গেইট ট্রাফিক বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নুরুল করিম টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝাওয়াইল উত্তর পাড়ার মো. শামছুল হকের ছেলে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত ছিলেন।
নগর ট্রাফিক পুলিশের উপকমিশনার (উত্তর) জয়নুল আবেদীন বলেন, "রাস্তায় ডিউটিরত অবস্থায় ১০ নম্বর রুটের বেপরোয়া একটি বাস কনস্টেবল নুরুল করিমকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।"
মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
সিএমপি ট্রাফিক বিভাগ (উত্তর) এর ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. তারিকুল ইসলাম বলেন, "বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।"