কুমিল্লায় বিএনপির গাড়িবহরে হামলা, আহত ৬০
শুক্রবার (১৪ জুলাই) কুমিল্লার লাকসামে বিএনপির একটি গাড়িবহরে হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গণি ভূঁইয়া বলেন, 'বিএনপির সমাবেশে অংশ নিতে আমরা নোয়াখালী যাচ্ছিলাম। লাকসাম বাইপাস এলাকা পার হওয়ার সময় জয় বাংলা স্লোগান দিতে দিতে কয়েকজন ব্যক্তি আমাদের গাড়িবহরে হামলা চালায়।'
তবে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, 'লাকসামে হামলার কোনো ঘটনা আমি শুনিনি। কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি।'
আহতরা হলেন মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নায়েব আলী, মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি বসিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলার কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বাদশা।
ঘটনার নিন্দা জানিয়ে মোল্লা মজিবুল হক বলেন, 'আমাদের শান্তিপূর্ণ মিছিলকে ব্যাহত করতে এ হামলা চালানো হয়েছে। আমি অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। একই সঙ্গে এই সরকারের পদত্যাগও দাবি করছি।'
এদিকে একই ঘটনায় লাকসামে সমাবেশে যাওয়ার পথে সাংবাদিকদের বহনকারী দুটি গাড়ি ভাংচুর করা হয়েছে।
হামলার শিকার ফটোসাংবাদিক বাবুল তালুকদার বলেন, 'সাংবাদিক ও গাড়িচালকসহ আমরা অনেকেই আহত হয়েছি। পরে আত্মরক্ষার জন্য একটি গ্রামের দিকে ঢুকে পড়ি। আর সমাবেশে যেতে পারিনি, এখন ঢাকায় ফেরার চেষ্টা করছি।'